ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দাবানল, ঘরছাড়া হাজারো মানুষ

ডেস্ক রিপোর্ট
  ০৯ আগস্ট ২০২৫, ১৩:৫৫
আপডেট  : ০৯ আগস্ট ২০২৫, ১৪:০০


ক্যানিয়ন ফায়ারের দাবানল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫,০০০ একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়ে।
ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় থেকে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ক্যানিয়ন ফায়ার। বৃহস্পতিবার শুরু হওয়ার পর থেকে ক্যানিয়ন ফায়ারে ৫,০০০ একরেরও বেশি জমি পুড়ে গেছে।
মুহূর্তেই দাউদাউ করে জ্বলে উঠা এই দাবানলে ইতোমধ্যেই হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অফ সুপারভাইজার্সের চেয়ার ক্যাথরিন বার্গারের মতে, ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের প্রভাবে লস অ্যাঞ্জেলেসের কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির এক বিবৃতিতে বলা হয়েছে, কাউন্টিতে দ্রুত জরুরি প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা নিশ্চিত করতে এবং আগুন নেভানো ও পুনরুদ্ধারের কাজ আরও দ্রুত করার লক্ষ্যে কাউন্টিতে স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন কর্মকর্তারা।
এবিসি নিউজ জানায়, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভেনচুরা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ক্যানিয়ন ফায়ারের দাবানল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫,০০০ একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত মাত্র ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে, ফলে বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির পাঁচটি অঞ্চলের ২৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাউন্টির ৭০০টি স্থাপনা আগুনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই কাউন্টির আরও ছয়টি এলাকার ১৪০০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলোর ৫,০০০ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।
ভেনচুরা কাউন্টিতে পাঁচটি জোন রয়েছে যেখানে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দুটি এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ক্যাল ফায়ারের ওয়েবসাইটে যেসব কাউন্টিতে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে তার একটি সম্পূর্ণ তালিকা পাওয়া যাচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে সরিয়ে নেয়া বাসিন্দাদের জন্য স্যান্টা ক্লারিটার কলেজ অফ দ্য ক্যানিয়নের ইস্ট জিমনেসিয়ামে একটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিন, হ্যান্ড ক্রু এবং ডোজারের একাধিক স্ট্রাইক টিমকে নির্দেশ দেওয়া হয়েছে। আগুন নেভানোর জন্য ৪০০ জন কর্মী এবং সাতটি হেলিকপ্টার কাজ করছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।