গত বছরের আগস্টেও অন্য এক প্রতিবেশীকে হয়রানির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল ঘাতক বার্নেলকে।
আইওয়ার ছোট শহর গ্লেনউডে এক প্রতিবেশী দম্পতিকে গুলি করে হত্যা করেছেন ডেনিস বার্নেল নামে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ।
এবিসি নিউজ জানায়, দুই প্রতিবেশীকে হত্যার পর নিজ বাড়িতে আগুন ধরিয়ে বের হওয়ার সময় আগুনে পুড়ে মারা যান ঐ বৃদ্ধ।
আইওয়া ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন এক বিবৃতিতে জানায়, বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে আগুন দিয়ে বের হওয়ার সময় ডেনিস বার্নেলের শরীরে আগুন ধরে যায়। পরে শুক্রবার ক্যানসাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
তদন্তকারীরা কর্মকর্তারা জানান, বিবাদের জের ধরে বার্নেল তার প্রতিবেশী ৩৮ বছর বয়সী ব্র্যান্ডন ওমান এবং তার স্ত্রী, ৩৫ বছর বয়সী স্টিভি ওমানকে গ্লেনউডে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করেন।
মিলস কাউন্টি অ্যাসেসরের অনলাইন সম্পত্তি রেকর্ড অনুসারে, ওমান দম্পতি বার্নেলের বাড়ির সামনের রাস্তার অপর পারে বাস করতেন। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, আগুন লাগার আগে বার্নেলের বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে। গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অফিসাররা দেখতে পান যে বাড়িটি আগুনে পুড়ে গেছে।
গুলি চালানোর কয়েক ঘণ্টা পর গ্লেনউড পুলিশ প্রধান এরিক জোহানসেন বলেন, অতীতে বিরোধের কারণে বার্নেলের বাড়িতে আইন প্রয়োগকারী সংস্থাকে ডাকা হয়েছিল।
অনলাইন আদালতের নথিতে দেখা যায় যে, বার্নেলকে গত আগস্টে তার অন্য এক প্রতিবেশীকে হয়রানির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে ১০০ ডলারেরও বেশি জরিমানা করা হয়েছিল।