টয় ভেন্ডর ‘ওয়ান স্টপ শপ’ নামে একটি খেলনার দোকানে হানা দেয় মুখোশধারী ডাকাত দল।
লাবুবু পুতুলের ক্রেজ যেন দিনে দিনে বেড়েই চলেছে। পুতুলটি এখন শুধু খেলনা নয়, হয়ে উঠেছে এক যুগান্তকারী ফ্যাশন আইকন।
সামাজিক মাধ্যমে লাবুবু এখন মিম থেকে আর্ট পর্যন্ত নানা ট্রেন্ডের কেন্দ্রবিন্দু।
এবার এই ভাইরাল পুতুলের অদ্ভুত ডাকাতির ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেস থেকে ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত লা পুয়েন্টে শহরে।
এবিসি নিউজ জানায়, শহরের টয় ভেন্ডর ‘ওয়ান স্টপ শপ’ নামে একটি খেলনার দোকানে বুধবার হানা দেয় মুখোশধারী ডাকাত দল। ডাকাতরা দোকান থেকে ৭ হাজার ডলারের লাবুবু পুতুল চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এলএ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, ডাকাত দলটি চুরির জন্য একটি টয়োটা টাকোমা গাড়ি ব্যবহার করেছে, যা পরে উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তবে এর চেয়ে বেশি কোন তথ্য জানায়নি তদন্ত কর্মকর্তারা।
হংকংয়ের শিল্পী কাসিং লংয়ের তৈরি লাবুবু পুতুলগুলো দশ বছর ধরে জনপ্রিয় কালেক্টেবল আইটেম হয়ে উঠেছে। যা সামাজিক মাধ্যমের কল্যাণে এখন ভাইরাল।
টয় ভেন্ডর ‘ওয়ান স্টপ শপ’ ইনস্টাগ্রামে জানায়, ডাকাতরা তাদের সব পুতুল নিয়ে গেছে এবং দোকান ভাঙচুর করেছে। দোকানে থাকা সিসিটিভি ফুটেজও শেয়ার করেছে কর্তৃপক্ষ। সেই ফুটেজে দেখা যায়, মুখোশ পরা কিছু লোক দোকানে ঢুকে পুতুলগুলো গুছিয়ে বড় বড় বাক্স নিয়ে বের হয়ে যাচ্ছে।
দোকান কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা এখনো হতবাক অবস্থায় আছি, এবং সবাইকে ডাকাতদের ধরতে সাহায্য করার আহ্বান জানাচ্ছি।’