তর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বন্দুক হামলা চালান ১৭ বছর বয়সী এক কিশোর। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে শনিবার রাতে এক বন্দুকধারীর হামলায় তিনজন আহত হয়েছেন।
নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, ম্যানহাটনের কেন্দ্রস্থলে সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে ফোর্টি ফোর স্ট্রিটে এক বন্দুকধারীর গুলিতে দুই তরুণ ও ৬৫ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।
তদন্তকারীরা কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে। তর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বন্দুক হামলা চালান ১৭ বছর বয়সী এক কিশোর।
সন্দেহভাজন কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ কিশোরের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে।
গুলিবিদ্ধদের স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে একজন ১৮ বছর বয়সী নারী এবং ১৯ ও ৬৫ বছর বয়সী দুজন পুরুষ রয়েছেন।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ও ভুক্তভোগীরা একে অপরকে চিনত কি না, তা এখনও জানা যায়নি।
জুলাই মাসে ম্যানহাটনের একটি অফিস টাওয়ারে হাই-প্রোফাইল গুলিবর্ষণের ঘটনায় ব্ল্যাকস্টোনের একজন সিনিয়র নির্বাহী এবং একজন নিউ ইয়র্ক পুলিশ অফিসারসহ চারজন নিহত হন।
এ ঘটনার রেশ না কাটতেই আবারও বন্দুক হামলায় থমকে গেল টাইমস স্কয়ার এলাকা।