নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে শুক্রবার বিকেলে এক দোকান কর্মীকে কয়েকবার ছুরিকাঘাতে হত্যা করেছেন রাগান্বিত এক ক্রেতা। পুলিশের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানায় এনওয়াই ডেইলি নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ইস্ট নিউ ইয়র্কের হেজম্যান অ্যাভিনিউর একটি প্রস্তুতকৃত খাবার ও অন্যান্য সামগ্রী বিক্রির দোকানে কাজ করতেন ৩৩ বছর বয়সী ডিয়েগো স্যান্ডোভাল-নাভা। বেলা তিনটার দিকে দোকানটিতে এক ব্যক্তি এসে ঝামেলা সৃষ্টি করেন।
ওই সময় মুদি দোকানটির কর্মীরা ওই ব্যক্তিকে দোকান ছেড়ে যেতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি দোকান ছেড়ে চলে গেলেও কিছুক্ষণ পর আবার একই জায়গায় ফিরে আসেন।
দ্রুত ফিরে এসে রাগান্বিত ব্যক্তিটি কাউন্টারের পেছন দিয়ে দোকানটিতে ঢোকার চেষ্টা করেন। ওই সময় স্যান্ডোভাল-নাভা তাকে আটকাতে চাইলে দোকান কর্মীর দেহে কয়েকবার ছুরিকাঘাত করেন ক্ষুব্ধ ব্যক্তি। পরে তিনি দ্রুত সটকে পড়েন ঘটনাস্থল থেকে।
খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা স্যান্ডোভাল-নাভাকে দ্রুত ব্রুকডেইল হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এক বন্ধু জানান, অভাবগ্রস্ত লোকজনকে বিনা মূল্যে স্যান্ডউইচ দিতেন স্যান্ডোভাল-নাভা। মেক্সিকোর এ অভিবাসীর নিজ দেশে কিশোরী এক কন্যা রয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বাহিনীর সদস্যরা হামলাকারীকে খুঁজছেন।
পুলিশের একটি সূত্র জানায়, যে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে দোকান কর্মীকে হত্যা করা হয়, তার শুরুটা খোলা সিগারেট বিক্রি নিয়ে। নিউ ইয়র্ক সিটিতে প্যাকেট খুলে এক বা একাধিক সিগারেট শলাকা বিক্রি অবৈধ।
স্যান্ডোভাল-নোভা তার ক্রেতার কাছে প্যাকেট ভেঙে সিগারেট বিক্রি করতে চাননি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে দোকান কর্মীকে হত্যা করেন ক্রেতা।