লস অ্যাঞ্জেলেসে সংগীত উৎসব যেভাবে রূপ নিল রক্তাক্ত ট্র্যাজেডিতে

ডেস্ক রিপোর্ট
  ০৫ আগস্ট ২০২৫, ২০:৪৭

ইঙ্গেলউড থেকে প্রায় ৯ মাইল  দূরে হলিউড পার্কে ঘটানটি ঘটে। লস অ্যাঞ্জেলেসের হার্ড সামার মিউজিক ফেস্টিভ্যালের আফটার-পার্টিতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত প্রায় ১১টায় ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের একটি হোয়্যারহাউসে "অননুমোদিত আফটার‑পার্টি চলছিল যা সামাজিক মাধ্যমে হার্ড সামার ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক অংশ হিসেবে প্রচার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কেটিএলএ-টিভি জানিয়েছে, ইঙ্গেলউড থেকে প্রায় ৯ মাইল দূরে হলিউড পার্কে ঘটানটি ঘটে।
অফিসার নরমা আইজেনম্যান বলেন, রাত ১১টার দিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এক ব্যক্তিকে বন্দুকসহ পার্টির সামনে থেকে গ্রেপ্তার করে এবং পার্টি বন্ধ করে দেয়। এলাকাটি খালি করার কিছুক্ষণের মধ্যেই রাত ১টার দিকে গোলাগুলির খবর পায় পুলিশ।
ইমেইলে আইজেনম্যান বলেন, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পুনরায় পৌঁছান তখন তারা একজনকে মৃত অবস্থায় দেখতে পান। এবং জানতে পারেন যে বেশ কয়েকজন বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন।
আইজেনম্যান আরও বলেন, ঘটনাস্থলেই একজন পুরুষ এবং হাসপাতালে নেয়ার পর একজন নারী মারা যান। এছাড়া ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছা। তাদের বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।কেএবিসি-টিভিকে এক ব্যক্তি জানিয়েছেন, নিহত দুজনের মধ্যে তার ২৯ বছর বয়সী ছেলেও রয়েছেন।
কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম বা হামলার উদ্দেশ্য তথ্য প্রকাশ করেনি। তদন্ত চলমান রয়েছে। তদন্তকারী দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন।
মেয়র ক্যারেন বাস, এই সহিংসতা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন এবং দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।