উচ্চ তাপমাত্রার পাশাপাশি আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। তীব্র গরমের পাশাপাশি আকস্মিক বন্যার জন্য প্রস্তুতি নিতে মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের তাগিদ দিয়েছেন নগর কর্মকর্তারা।
স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দাদের সহায়তার ঘোষণাও দিয়েছেন তারা। সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘পুরো টিম টেক্সাসের লোকজনের কাছে আমাদের প্রার্থনা পৌঁছাতে চায়।’
তিনি বলেন, ‘ওই ধরনের চরমভাবাপন্ন আবহাওয়ার ধরন শুধু ঝামেলাজনকই নয়, এটি প্রাণও কেড়ে নিতে পারে।’ নিউ ইয়র্ক সিটিতে আবহাওয়াজনিত যত মৃত্যু হয়, তার সবচেয়ে বড় কারণ চরম তাপমাত্রা বলে জানান অ্যাডামস।
অ্যামএনওয়াই জানায়, ন্যাশনাল ওয়েদার সার্ভিস মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত আটটা নাগাদ তাপমাত্রার নির্দেশনা জারি করে। এ বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, সিটির বাসিন্দারা উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা দেখতে পারেন। তারা তাপমাত্রা নব্বই ডিগ্রি ফারেনহাইটের ঘরে পেতে পারেন। এর অনুভূতি হতে পারে প্রায় ১০০ ডিগ্রির মতো।
তিনি বলেন, ‘এটি মারাত্মক ধরনের তাপমাত্রা এবং আমাদের উচিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া।’
বন্যার আশঙ্কা
উচ্চ তাপমাত্রার পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস মঙ্গলবার বেলা দুইটা থেকে বুধবার রাত দুইটা পর্যন্ত সময়ে নিউ ইয়র্ক সিটিকে বন্যা পর্যবেক্ষণের আওতায় রাখবে। মেয়র অ্যাডামস জানান, প্রবল বর্ষণ ও বজ্রপাত দেখতে পারেন সিটির বাসিন্দারা। বৃষ্টিপাত হতে পারে এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত।
সিটিতে ঝড় মারাত্মক রূপ নিয়ে মুষলধারে বৃষ্টি নামাতে পারে, যা আকস্মিক বন্যার কারণ হতে পারে। মেয়র জানান, নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ আকস্মিক বন্যার প্রস্তুতি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।