ক্যালিফোর্নিয়ার গাঁজা ক্ষেতে আইসের অভিযানে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  ১২ জুলাই ২০২৫, ১৪:১৭

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গ্রামাঞ্চলে বৃহস্পতিবার ফেডারেল এজেন্টদের মুখোমুখি অবস্থান নেন অনেক অভিবাসী অধিকার সুরক্ষা কর্মী। ক্যালিফোর্নিয়ার একটি প্রতিষ্ঠানের গাঁজা ক্ষেতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের অভিযানে বৃহস্পতিবার আহত এক খামার শ্রমিকের মৃত্যু হয়েছে শুক্রবার।
খামার শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠনের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, এজেন্টদের অভিযানে গ্রেপ্তার করা হয় শতাধিক শ্রমিককে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গ্রামাঞ্চলে বৃহস্পতিবার ফেডারেল এজেন্টদের মুখোমুখি অবস্থান নেন অনেক অভিবাসী অধিকার সুরক্ষা কর্মী।
গাঁজা ক্ষেতের এ অভিযান ছিল অ্যামেরিকায় অবৈধভাবে থাকা অভিবাসীদের বিতাড়নে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের তৎপরতার আওতা বাড়ানোর সর্বশেষ চেষ্টা। অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযানে খামার শ্রমিকদের লক্ষ্যবস্তু বানানো হবে কি না, সে বিষয়ে বিপরীতধর্মী বক্তব্য দিয়েছে ট্রাম্প প্রশাসন। সরকারি ডেটা অনুযায়ী, অ্যামেরিকার খামার শ্রমিকদের প্রায় অর্ধেকের নেই কাজের অনুমোদন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস এক বিবৃতিতে জানায়, অভিযানে অ্যামেরিকায় অবৈধভাবে বসবাসকারী প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্লাস হাউস ফার্মস নামের একটি প্রতিষ্ঠানের দুটি ক্ষেতে অভিযান চালান এজেন্টরা। ডিএইচএসের বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানে কম বয়সী ১০ অভিবাসীকে পাওয়া গেছে।
কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার রডনি স্কট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, শিশু শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত চলছে। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের উত্তর দেয়নি গ্লাস হাউস ফার্মস।