নিউ ইয়র্ক থেকে পশ্চিম ভার্জিনিয়ায় একটি মন্দিরে যাওয়ার পথে চার ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ নাগরিক নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত ২৯শে জুলাই পেনসিলভেনিয়ার একটি বার্গার কিং-এ তাদের শেষবারের মতো দেখা যায়।
এনডিটিভি জানিয়েছে, পরিবারটি নিউ ইয়র্কের লাইসেন্স প্লেট যুক্ত লাইম সবুজ টয়োটা ক্যামরিতে করে বাফেলো থেকে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে প্রভুপাদের প্যালেস অব গোল্ডে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।
নিখোঁজ চার ব্যক্তি হলেন, আশা দিভান (৮৫), কিশোর দিভান (৮৯), শৈলেশ দিভান (৮৬) এবং গীতা দিভান (৮৪)।
বার্গার কিং-এর সিসিটিভি ফুটেজে পরিবারের দুই সদস্যকে রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা গেছে। এবং তাদের ক্রেডিট কার্ড লেনদেনও একই স্থানে পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরেই, পেনসিলভানিয়া স্টেইট পুলিশের একজন লাইসেন্স প্লেট রিডার মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিটে আই-সেভেনটি নাইন -এর দক্ষিণ দিকে যাওয়ার পথে তাদের গাড়িটি খুঁজে পান।
মার্শাল কাউন্টি শেরিফ মাইক ডগার্টি বলেন, ‘পরিবারটি পিটসবার্গ এবং তারপর পশ্চিম ভার্জিনিয়ার মাউন্ডসভিলে যাচ্ছিলেন।’ তিনি আরও জানান, কর্তৃপক্ষ কিছু সূত্রের সন্ধান পেলেও এখনও ঐ চারজনকে খুঁজে পাওয়া যায়নি।
পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল এবং ওহিও কাউন্টির ডেপুটিরা কাছাকাছি সড়কপথে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার অনুসন্ধানে সহায়তা করার জন্য অভিযানে যোগ দেবে হেলিকপ্টার ।
শেরিফ ডিপার্টমেন্টের ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিখোঁজ ব্যক্তিদের মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’
অনলাইনে প্রচারিত নিখোঁজ ব্যক্তির পোস্টারে নিখোঁজ ব্যক্তিদের নাম এবং ছবি রয়েছে। তাদের বিষয়ে যেকোন তথ্য জানলে দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে মার্শাল কাউন্টি শেরিফের অফিস।