যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন ড. আজিজুল আম্বিয়া। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় রহমত আলী ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সহযোগিতা করেন পপলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আপসানা বেগম এমপি। উপস্থিত ছিলেন প্রেস মিনিস্টার আকবর হোসেন, শিল্পী শুভ্রদেবসহ কমিউনিটির গুণীজনেরা।
লেখক ও সাংবাদিক ড. আজিজুল আম্বিয়ার হাতে পুরস্কার তুলে দেন আপসানা বেগম। সম্মাননা গ্রহণকালে তিনি বলেন, ‘এই সম্মান শুধু আমার নয়, এটি প্রবাসী সাংবাদিকতা ও সাহিত্যচর্চার স্বীকৃতি।’
মৌলভীবাজার জেলার রাজনগর থানার ধাইসার গ্রামের সন্তান আজিজুল আম্বিয়া বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে তিনি ভারত থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও প্রবাসী গণমাধ্যমের সঙ্গে যুক্ত। কবিতা, প্রবন্ধ, গল্প ও উপন্যাসের পাশাপাশি বাংলাদেশি ও প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত লেখেন। বর্তমানে তিনি সমধারা সাহিত্য ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক।