নিউ জার্সির আটলান্টিক সিটিতে সোহেল ও সুব্রতের সমর্থনে নির্বাচনী সভা

ডেস্ক রিপোর্ট
  ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫৪


নিউ জার্সির আটলান্টিক সিটিতে কাউন্সিল অ্যাট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতা করা সোহেল আহমদ এবং স্কুল বোর্ডের প্রার্থী সুব্রত চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
বুধবার (৮ অক্টোবর) রাতে স্থানীয় বেংগল ক্লাবের মিলনায়তনে এই সভার আয়োজন করে বেংগল ক্লাব। এতে নিউ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (বিএএসি)সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বেংগল ক্লাবের সভাপতি রানা কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজল সরকার। এতে বক্তব্য দেন বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসি সভাপতি শহীদ খান, আনিসুর রহমান জুয়েল, লিখন কাজী, আলী চৌধুরী তাননু, ফরহাদ সিদ্দিকী, শাহরুর রেজা চৌধুরী, সুরজিত চৌধুরী, কুতুবউদ্দীন এমরান, শাহরিয়ার আহমদ, শামসুল ইসলাম শাহজাহান, সাব্বির হোসেন ভূঁইয়া, আব্দুর রফিক, আরিফ লেমন, আসিফ আনোয়ার, রহমান বাবুল, হেলাল হাসান, সুব্রত চৌধুরী ও সোহেল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরীসহ টিম স্মলের প্রার্থীদের পক্ষে আটলান্টিক সিটিতে ইতোমধ্যেই জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে টিম স্মল ও ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় জানানো হয়, টিম স্মলের প্রার্থীদের বিজয়ী করতে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে, যারা প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। 
উল্লেখ্য, টিম স্মল প্যানেল থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র। কাউন্সিল অ্যাট লার্জ পদে রয়েছেন প্যাটিসিয়া বেইলি, স্টিফেনি মার্শাল ও সোহেল আহমদ। আর আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রার্থী হয়েছেন সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকেনলে ও হালিশা ব্রিজারস।