প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নিউইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে ‘কক্ষপথ-৭১’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজিত এ সমাবেশে একাত্তরের স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি রাষ্ট্রীয় চার মূলনীতির পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলাম। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মিয়া জাকির। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আনসারি, গোলাম মিরাজুল হোসেন, সাইদুর রহমান, ফারুক হোসেন, শওকত আকবর রিচি, ডা. প্রদীপ রঞ্জন কর, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, মোশেদা জামান, সৈয়দ মঈন উদ্দিন জুনেল, শ্রী জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাইদুর রহমান, আব্দুছ সাত্তার ও বখতিয়ার আলী।
এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফুন নাহার লতা, আল আমীন বাবু, মিতুন আহমাদ, সাবেক ছাত্রনেতা মোজাহিদ আনসারি, ব্যবসায়ী ইয়ামিন রশীদ, সোনিয়া সুলতানা ও নুর ফাতেমা। একাত্তরের প্রহরীর পক্ষে মিনহাজ আহমেদ, জয়তুয চৌধুরী ও ঝর্ণা চৌধুরী এবং প্রগ্রেসিভ ফোরামের জাকির হোসেন বাচ্চু বক্তব্য রাখেন।
সভায় উপস্থিতদের অনুরোধে শেখ আখতার উল ইসলামকে আহ্বায়ক, অ্যাডভোকেট মিয়া জাকিরকে যুগ্ম আহ্বায়ক ও শ্রী জয়জিত আচার্য্যকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।