কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি ছাত্র মহসিন মাহদাভিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন হেফাজত (ইমিগ্রেশন কাস্টডি) থেকে গতকাল বুধবার (৩০ এপ্রিল) জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় ট্রাম্প প্রশাসন তাকে দেশ থেকে বহিষ্কার করতে চেয়েছিল। তবে আদালতে আইনি লড়াইয়ের পর মার্কিন বিচারক জিওফ্রে ক্রফোর্ড বলেন, মাহদাভি কারো জন্য হুমকি নন এবং তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
গাজার পশ্চিম তীরের এক শরণার্থীশিবিরে জন্ম নেওয়া মাহদাভিকে এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আবেদনের সাক্ষাৎকার দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
দুই সপ্তাহ আটক থাকার পর তিনি আদালতের নির্দেশে মুক্তি পান।
আদালত থেকে বেরিয়ে মাহদাভি বলেন, “আমি ট্রাম্প প্রশাসনকে বলছি, ‘আমি ভয় পাই না। আদালতের বাইরে তখন বিক্ষোভকারীরা ‘ভয় নেই’ ও ‘ভালোবাসি’ ধ্বনি তুলছিলেন এবং ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিলেন। মাহদাভি বলেন, ‘এই রায় আমেরিকার বিচারব্যবস্থার প্রতি তার আশার প্রতীক।
” অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যারা ইসরায়েলের সমালোচনা করে বা ফিলিস্তিনকে সমর্থন করে, তাদের ছাত্র ভিসা বা গ্রিন কার্ড বাতিল করা হতে পারে।
সূত্র : রয়টার্স