ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে কোনো ভুল করিনি

ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
  ০১ মে ২০২৫, ২৩:১৮
আপডেট  : ০১ মে ২০২৫, ২৩:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী যে, তিনি ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে কোনো ভুল করেননি। বুধবার (৩০ এপ্রিল) রাতে ফোনের মাধ্যমে সংবাদমাধ্যম নিউজ নেশনের সঙ্গে যুক্ত হয়ে এই ১০০ দিনকে 'অসাধারণ' বলে বর্ণনা করেন।
এই সময়ের মধ্যে আপনার সবচেয়ে বড় ভুল কী ছিল - একজন শ্রোতার প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, 'আমি আপনাকে বলব, এটিই আমার কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন, কারণ আমি সত্যিই বিশ্বাস করি না যে আমি ভুল করেছি।'
মার্কিন নেতা আরও বলেন, আমি মনে করি আগামী এক বছরের মধ্যে আপনারা অসাধারণ অর্থনৈতিক বিজয় দেখতে পাবেন, যা কল্পনার চেয়েও অনেক বেশি।
তিনি বলেন, এই মুহূর্তে যেমনটি আমি বলেছি, আমরা বাণিজ্যে কোটি কোটি ডলার হারাচ্ছি। আমরা লক্ষ লক্ষ কোটি ডলার আয় করতে যাচ্ছি, তবে এতে কিছুটা সময় লাগবে। এটি রাতারাতি ঘটে না, তবে এটি মানুষের ধারণার চেয়ে অনেক দ্রুত ঘটবে।