মার্কিন নির্বাচন ২০২৪

আবার ব্যবধান বাড়ালেন ট্রাম্প, দোদুল্যমান অঙ্গরাজ্যে ০-২–তে পিছিয়ে কমলা

ডেস্ক রিপোর্ট
  ০৬ নভেম্বর ২০২৪, ১২:১৩
ট্রাম্পের এক সমর্থকের উল্লাস। আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র,

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে দ্বিতীয়টিতেও জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ অঙ্গরাজ্যে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট তিনি পেলেন।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত) ট্রাম্প পেয়েছেন ২৪৭ ইলেকটোরাল কলেজ ভোট। ২১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এখন পর্যন্ত ৪২টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, বাকি পাঁচটিতেও এগিয়ে ট্রাম্প।
দ্বিতীয় দোদুল্যমান রাজ্যেও জিতলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে দ্বিতীয়টিতেও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতেছেন বলে খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, দ্বিতীয় রাজ্য জর্জিয়াতে জিতেছেন ট্রাম্প। এ অঙ্গরাজ্য ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি।
এর আগে নর্থ ক্যারোলাইনাতে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প । সাত দোদুল্যমান রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।
এদিকে নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, বাকি পাঁচটিতেও এগিয়ে ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলেকটোরাল কলেজে ভোটের ব্যবধান কমিয়ে আনছেন কমলা হ্যারিস। শুরুতে ডোনাল্ড ট্রাম্প কমলার চেয়ে এগিয়ে ছিলেন। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন কমলা হ্যারিস।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেকটোরাল কলেজ ভোট। ২১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ডেমোক্রেটিক প্রার্থী কমলা ব্যবধান কমিয়ে এনেছেন। এখন পর্যন্ত ৪১টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।
গার্ডিয়ানের হিসেব বলছে, প্রাপ্ত ভোটের হার বেড়েছে কমলার। আপাতত ৪৭ শতাংশ। ট্রাম্পের কমে দাঁড়িয়েছে ৫১ শতাংশ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট ছিল ২৩০টি ও কমলা হ্যারিসের ১৮২টি। এ সময় ব্যবধান ছিল ৪৮।