ক্রিকেটার মোসাদ্দেক হোসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবার নিজের বক্তব্যের ভুল স্বীকার করে নিয়েছেন। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মোসাদ্দেকের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এর আগে এক সংবাদ সম্মেলনে গাজী আশরাফ বলেছিলেন, ‘যত দিন মেহেদী হাসান মিরাজ দলে আছে, তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।’ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
আজ সেই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে গাজী আশরাফ বলেন,
‘আমি আসলে বলতে চেয়েছিলাম যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ অনেক কম। তিনটা শব্দ বাদ পড়েছিল—সেটাই ছিল আমার ভুল।’
তিনি আরও বলেন, ‘রাতেই যখন চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ দেখতে যাই, তখন মনে হলো আমি ঠিকভাবে ব্যাখ্যা দিইনি। দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হলে আমি সরাসরি তাকে বলেছি—এভাবে বলতে চাইনি, আমি ভুল করেছি। তাকে সরি বলেছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পেছনের কারণ নিয়েও কথা বলেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার পেসাররা যেটা করেছে, আমাদের পেসাররা সেটা পারেনি। তারা মাঝপথে ব্রেক থ্রু দিতে পারেনি। আর ব্যাটিংয়েও ওরা আমাদের ছাড়িয়ে গেছে। তাদের কুশল মেন্ডিস ও আসালাঙ্কা সামনে থেকে দলকে টেনেছে, আমাদের সেই নেতৃত্বটা ছিল না।’
প্রধান নির্বাচক আরও স্বীকার করেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের মতো খেলোয়াড়ের সংকট আছে। মাত্র ৩০ জন ক্রিকেটারকে নিয়েই সব পরিকল্পনা করতে হচ্ছে। তবে এ দল ও এইচপি থেকে তরুণরা উঠে আসবে বলে আশা করছি। অভিজ্ঞ খেলোয়াড়দের বিদায়ের পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে সময় লাগবে।’