লন্ডনে সাকিব-রোহিতের দেখা, ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৫, ২২:১৮


লন্ডনের রাস্তায় হঠাৎ দেখা হলো সাকিব আল হাসান এবং ভারতের রোহিত শর্মার। শনিবার (৯ আগস্ট) এই দুই ক্রিকেটারের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহবাব আহমেদ শিকদার নামের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সাকিব-রোহিতের ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘লিজেন্ডারি ক্যাচ আপ, সাকিব আল হাসান এবং রোহিত শর্মা’।
এর আগে একই প্রোফাইলে সাকিবের আরেকটি ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, লন্ডনের গণপরিবহণে বসে আছেন সাকিব।


পোস্টদাতা আহবাব শিকদারের ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তিনি লন্ডনে বসবাস করেন। আর সেখানেই সাকিবের ছবি দুটি ক্যামেরায় ধারণ করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে দেশে হত্যা মামলা সহ আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগে তদন্ত চলছে।