কবিতা "কোথায় পালালো সত্য?"

পারভেজ চৌধুরী
সাহিত্য ডেস্ক
  ১০ জুলাই ২০২৫, ১২:৫০


কোথায় পালালো সত্য?
হারিয়েছে সে এ পৃথিবী হতে
বহু আগে হয়ে অভিষপ্ত।
পরিবার ,সমাজ ,রাজনীতি
কিংবা মানবতা আর বিশ্বনীতি
সব নীতির পদ দলিত হয়ে টেনেছে সে তার ইতি।
কবি আসাদ খুজেছে সত্য
রাস্তার অলি গলি ,চুনের কোউটা থেকে
আদালতের ঐ ফাইলের রীতিনীতি ।
কোথাও নেই সত্য এখন
চলছে মিথ্যার জমিদারি ।
মিথ্যা কর্ম , মিথ্যা ধর্ম , মিথ্যাই আশ্সাস 
মিথ্যার শাস্ব কুলুষিত করছে পৃথিবী সহ 
ঐ বিশ্বের নীল আকাশ ।।