ম. নূরে আলম পাটওয়ারীর দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
  ০৫ মে ২০২৫, ২১:৩৫

মেকি কারিগর

সভ্যতার নিয়ম শাস্ত্র কাচের বাক্সে বন্দি
কথার খই ফোটে, চতুর বেজিরা বটগাছ হয়!
আমজন কবিরাজ হাততালি দেয়;
সবজান্তার টিকিট কেটে
সিগন্যালে ভাঙে মেকি কারিগর
যন্ত্রণার বলিকাঠে নিয়মের রক্ষাদ্বার।


**

জীবন

একটা বিরুদ্ধ সময় স্রোতে
জীবন,
ফরমায়েশী কাজ। অফিস হাট-বাজার
অবিরাম অস্থিরতা, ক্ষয়ে যাচ্ছে আয়ু
বাড়ছে জীবনের দায়।
স্বাধীনতা-সুখ সুদূর-পরাহত
স্বপ্নরা চৌচির
দাসত্বের অন্য নাম জীবন।