শফিক মুন্সির তিনটি অণুকবিতা

সাহিত্য ডেস্ক
  ০৩ মে ২০২৫, ২২:০৮

রোজকার যুদ্ধ

কে আমাকে কার চেয়ে আগে ঘায়েল করবে;
তা নিয়ে রাত আর প্রেমের রোজ যুদ্ধ বাঁধে।

****

প্রিয়ার চোখ

লোকে সমুদ্রের কথা বলে!
আমার তো সলিল সমাধি হয়েছে প্রিয়ার চোখে।

****

দেহখান

আমাকে টেনে নামাবে মানুষেরা,
প্রেম ঝুলে থাকবে সিলিঙে।
জানাজা নিয়ে বাঁধবে গণ্ডগোল;
ফতোয়া আর হাদিসে।