কবিতাসংক্রান্তি

কবি হারিসুল হক: শব্দের অনন্য জাদুকর

সাহিত্য ডেস্ক
  ২৭ এপ্রিল ২০২৫, ২১:১৮

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে কবি ও কবিতার কাগজ ‘কবিতাসংক্রান্তি কবি হারিসুল হক সংখ্যা’। সংখ্যাটি সম্পাদনা করেছেন শিখা চৌধুরী। চলতি সংখ্যায় কবির ওপর আলোচনা, কবির রচনার মূল্যায়ন, জীবনপঞ্জি, বই আলোচনা ও সাক্ষাৎকার স্থান পেয়েছে।
‘হারিসুল হক: শব্দের অনন্য জাদুকর’ শিরোনামে সম্পাদকীয় লিখেছেন শিখা চৌধুরী। হারিসুল হকের কবিতা বিচূর্ণিত হৃদয়ের কাব্যিক প্রতিমা শিরোনামে লিখেছেন আনিস রহমান। আনোয়ার কামাল লিখেছেন হারিসুল হকের অনূদিত প্রার্থনার ভেলা প্রেমময় কাব্য ব্যঞ্জনার রসায়ন বিষয়ে।
কবি হারিসুল হকের কবিতায় জমিন শিরোনামে আলফ্রেড খোকন, হারিসুল হকের কাব্যগ্রন্থ মতিচ্ছন্ন চাবির ঠিকুজি: একটি পঠন শিরোনামে আসাদ আহমেদ, হারিসুল হক: কবি ও ব্যক্তি শিরোনামে আসাদ মান্নান, কবির সঙ্গে, ভাবতরঙ্গে... শিরোনামে লিখেছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
ইমরুল ইউসুফ লিখেছেন ‘হৃদয়ে বহে না: হৃদয়জাত অনুভূতির কাব্য’। এ ছাড়া হারিসুল হকের নির্বাচিত কবিতা নিয়ে লিখেছেন কামাল চৌধুরী। হারিসুল হকের কবিতা নিয়ে লিখেছেন টোকন ঠাকুর। ‘কাননে মূর্খ কুসুম’ নিয়ে পর্যালোচনা করেছেন তাসলীমা হাসিন মুন্নী।
সংখ্যাটি আরও সমৃদ্ধ করেছেন ড. তপন বাগচী, নাসির আহমেদ, নির্মলেন্দু গুণ, ফারহান ইশরাক, মাসুদ পথিক, মাহমুদা পারভীন, মোহাম্মদ নূরুল হক, মতিন রায়হান, মনি হায়দার এবং মর্তুজা হাসান সৈকত। তারা প্রত্যেকেই আলাদা আলাদা বিষয়ে কবির রচনাকর্মের ভূয়সী প্রশংসা করেছেন। করেছেন চুলচেড়া বিশ্লেষণ।
‘হারিসুল হক: কবিতার গহীন অরণ্যে সন্ধিৎসু অভিযাত্রী’ শিরোনামে লিখেছেন মুহম্মদ নূরুল হুদা। রাজীব কুমার সাহা লিখেছেন ‘কবিতাগুলো বৃষ্টির মতো বাজে’। রায়হান সিদ্দিক জানিয়েছেন ‘কবি হারিসুল হককে যেভাবে দেখেছি’। ‘ক্ষয়িষ্ণু কালের স্রোতে সহিষ্ণু সারথি কবি হারিসুল হক’ শিরোনামে লিখেছেন শুচি সৈয়দ।
কবির কবিতা ও জীবন নিয়ে লিখেছেন সাইফুজ্জামান। হারিসুল হকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, প্রেম-প্রকৃতি ও দার্শনিকচেতনা নিয়ে লিখেছেন সমীর আহমেদ। ‘হে প্রিয় বিনষ্টি আমার’ বই নিয়ে আলোচনা করেছেন সালাহ উদ্দিন মাহমুদ। ‘প্রান্তরের গান’ নিয়ে ইংরেজিতে গদ্য লিখেছেন রনজু রাইম।
শেষের দিকে নিজের কাব্যভাবনা সম্পর্কে লিখেছেন কবি হারিসুল হক। কবির জীবনপঞ্জি লিখেছেন অরেঞ্জ মমতা চৌধুরী। সবশেষে দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন কবি রনজু রাইম। দশ ফর্মার ছোটকাগজটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।