নাজমুন নাহার মুক্তার কবিতা "বিষাক্ত সম্পর্ক" 

নতুনধারা
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮

 

"বিষাক্ত সম্পর্ক" 
 নাজমুন নাহার মুক্তা

সম্পর্ক, বন্ধন, রক্ত! 
চারিদিক আজ বিষে বিষাক্ত। 
অন্তরে বিষ কথায় বিষ 
লাগলে আঘাত স্বার্থে উনিশ বিশ। 
বিষে ভারী আজ নিঃশ্বাস 
উঠে গেছে তাই বিশ্বাস। 
ক্রান্তিলগ্নে নিজের করে পাবে না কাউকে পাশে,
সেই জোঁকেরাই সুযোগ বুঝে  তোমারই রক্ত চোষে। 
ক্ষুধা পিপাসা তেস্টায় - জল না দেবার চেষ্টায়, 
নিজেকে রাখবে দূরে -
যখন তোমার তৃষ্ণা মিটবে আসবে আবার ঘুরে। 
অর্থ হলো- বন্ধন গুলো টিকিয়ে রাখার ভিত্তি, 
মায়া মমতা মূল্যহীন বৃথাই খোঁজ নিক্তি।