সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে ৭ দফা দাবি উত্থাপন করেছে ইউরো-বাংলা প্রেসক্লাব, ফ্রান্স। ২৩ জুলাই ২০২৫ বুধবার সন্ধ্যায় প্যারিসের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত ‘সাংবাদিকদের সুরক্ষা’ শীর্ষক আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম। তিনি বলেন, ‘আমরা চাই মুক্ত, সাহসী ও স্বচ্ছ সাংবাদিকতা,যা সমাজ বদলায়, মানুষকে জাগায়। দেশে-বিদেশে সাংবাদিকেরা নানা হুমকি ও হামলার মুখে রয়েছেন, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।’
সভায় সভাপতিত্ব করেন ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।
বিশেষ অতিথি ছিলেন বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, মানবাধিকারকর্মী সেলিম আহমদ ও জবরুল ইসলাম। প্যানেল আলোচনায় অংশ নেন এটিএন বাংলা’র দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলা সম্পাদক অপু আলম, নিউজ টুয়েন্টিফোরের ফেরদৌস করিম, আমাদের কথা সম্পাদক লুৎফুর রহমান বাবু, মতামত পত্রিকার মারুফ চৌধুরী অমিত, ফ্রান্স বিডি নিউজ ২৪-এর সাইফুল ইসলাম রনি ও অনলাইন একটিভিস্ট রনি হাসান।
ডিবিসি নিউজ, মাই টিভি, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ও অন্যান্য প্রবাসী সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের অর্থ সম্পাদক আহমদ লুবেদ। শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহিদ ও সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
৭ দফা দাবি:
১. সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে একটি স্বাধীন ও কার্যকর ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন
২. হুমকি, হামলা, নিপীড়ন বা হয়রানির ঘটনায় তাৎক্ষণিক তদন্ত ও বিচার
৩. সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার
৪. রিপোর্টিংয়ে রাজনৈতিক বা সরকারি হস্তক্ষেপ বন্ধ
৫. মিথ্যা মামলায় গ্রেপ্তার না করে তদন্তকে অগ্রাধিকার দেওয়া
৬. মফস্বল ও প্রবাসী সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্রীয় উদ্যোগ
৭. সাংবাদিকদের বাক স্বাধীনতা খর্ব করে এমন আইন না করা
বক্তারা বলেন, “২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে এবং একটি নিরাপদ গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে হবে।”