দি এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার মেরিল্যান্ড চ্যাপ্টারের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় জার্মানটাউনের স্পার্ক হিলটন হোটেলের কনফারেন্স সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে একত্রিত হন মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়া এলাকার দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
নবনির্বাচিত সভাপতি হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক খুরশীদ শাব্বির এবং রাইসা ফারহীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসউইমেন এপ্রিল ম্যাকক্লারেন ডিলানি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিবাসীদের প্রতি তাঁর সংহতি প্রকাশ করে বলেন, বর্তমান প্রশাসনের প্রস্তাবিত “বিগ বিউটিফুল বিল” অভিবাসীদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তিনি মেডিকেইড সুবিধা ও শ্রমজীবী মানুষের অধিকার প্রসঙ্গে গুরুত্বারোপ করেন এবং এএসএসএএল-এর সঙ্গে অভিবাসী অধিকার রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এএসএসএএল-এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী সংগঠনের অতীত অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং মেরিল্যান্ড চ্যাপ্টারের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন, এই আয়োজনটি শুধু একটি সংগঠনের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর নয়, বরং দক্ষিণ এশীয় অভিবাসী সমাজের অধিকার ও সম্মিলিত অগ্রযাত্রার প্রতি একটি প্রতিশ্রুতির প্রকাশ। নেতৃত্বের এই রূপান্তর কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ ও সচেতন করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এবং দক্ষিণ এশীয় পটভূমির বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।