ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির  বর্ণাঢ্য বনভোজন

ডেস্ক রিপোর্ট
  ২৭ জুলাই ২০২৫, ১৪:০৩


গত ২০ জুলাই, রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইনক এর বার্ষিক বনভোজন লং আইল্যান্ডের বেলমন্ট পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংগঠনের সভাপতি মোঃ আলমগীর সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী পরিচালনা করেন। বক্তব্য রাখেন পিকনিক কমিটির আহবায়ক কাজী তোফায়েল ইসলাম, প্রধান সমন্বয়কারী দবির হোসেন শামীম, সদস্য সচিব মির্জা দস্তগীর। বনভোজনের এর উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি দুলাল বেহেদু ।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আঃ বাছির, উপদেষ্টা খন্দকার জয়নাল আবেদীন, উপদেষ্টা আব্দুল হালিম, উপদেষ্টা কৃষিবিদ মোঃ জহিরুল হক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার ইউনুস সরকার, ড. আনিসুর রহমান সিদ্দিকী ও তার সহধর্মীনি, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আক্তার বাবুল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, কুইন্স বাংলাদেশ সোসাইটি ইউএসএ এর সভাপতি শামসদ্দিন, কুমিল্লা সোসাইটি অফ ইউএস এর সভাপতি মোঃ আবুল হোসেন, গ্রেটার খুলনা সোসাইটি অফ ইউএসএ এর ওয়াহিদ কাজী এলিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি, সেলিম চৌধুরী, স্বপন বিশ্বাস, নওশাদ হায়দার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কোষাধাক্ষ ও পিকনিক কমিটির সহ সদস্য সচিব কাজী হাসনাত, মোঃ কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস, সঞ্জিত ঘোষ, রেজাউর রহমান, মোঃ রাকিব উদ্দিন, মোর্শেদ মাওলা, মোঃ জিল্লুর রহমান, মামুন সরকার, রতন খাঁ, রিফাত অলিউল্লাহ, মোঃ আশরাফুল হক, মাহবুব হাসান, মোহাম্মদ ইকবাল হোসেন, শরীফ আহমেদ, জেরিন নাফিসা, রাশেদুল রানা, ওমর ফারুক, আরিফুল বাশার প্রমুখ।