ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির ও বাম ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের আয়োজিত 'জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী'তে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) রাত নয়টার দিকে টিএসসি এলাকায় এই উত্তেজনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা টিএসসি প্রবেশপথের মূল ফটকে অবস্থান নেন। প্রায় একই সময়ে পায়রা চত্বরের সামনে অবস্থান নেয় বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা এবং স্লোগান দিতে শুরু করেন। কিছু সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান চলে।
বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নুজিয়া হাসিন রাশা জানান, এই ঘটনার প্রতিবাদে তারা কিছুক্ষণ পর মিছিল করবেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ৩৫ মিনিট) বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা পায়রা চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। অপরদিকে টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আজকের ঘটনার ব্যাখ্যা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।