ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে দেশের তিনটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড। এসব বোর্ডের অধীনে শুধু বৃহস্পতিবার (১০ জুলাই) যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিই আপাতত স্থগিত থাকবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লা বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা স্থগিত
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বৃহস্পতিবার এইচএসসির তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেগুলো হলো- পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র। তবে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বোর্ড সূত্র জানায়, কুমিল্লা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ৮৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। যদিও প্রথম দিনে ২ হাজার ৪২৮ জন পরীক্ষায় অংশ নেননি।
আলিমের সারাদেশের পরীক্ষা স্থগিত
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের সব কেন্দ্রে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত ঘোষণা করেছে মাদরাসা বোর্ড।
মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো এক জেলা প্রাকৃতিক দুর্যোগে কারণে পরীক্ষা স্থগিত করতে হলে সারাদেশে তা স্থগিত করার প্রয়োজন পড়ে।
কুমিল্লা অঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
বোর্ডসূত্র জানায়, চলতি বছর সারাদেশের ৪৫৯টি কেন্দ্রে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ৮৪ হাজার ৩১৭ জন শিক্ষার্থী।
কারিগরি বোর্ডের এক বিষয়ের পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এদিন অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে সারাদেশে এ পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার (৯ জুলাই) রাতে কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোর্ডের দেওয়া তথ্যমতে, এ বছর সারাদেশের ৭৩৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন।