জিপিএস সুবিধাসহ এক চার্জে ১০ দিন চলবে এই স্মার্টওয়াচ

প্রযুক্তি ডেস্ক
  ১১ জুলাই ২০২৫, ২৩:৪৭

স্মার্টওয়াচ যে শুধু সময় দেখার যন্ত্র নয় তা সবারই জানা। স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে ব্যবহারকারীর ঘুমের সময় জানায় স্মার্টওয়াচ। দিনে কতটুকু পানি খেতে হবে, কতটুকু হাঁটলেন, হার্ট ঠিক আছে কি না তা সবই জানাতে থাকে ব্যবহারকারীকে।
এমনকি আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাইয় স্মার্টওয়াচ থেকেই। এত কিছুর জন্য স্মার্টওয়াচে চার্জ থাকাটা খুবই জরুরি। তাই অনেকক্ষণ পর্যন্ত এক চার্জে চলবে এমন স্মার্টওয়াচ খুঁজি। জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড হুয়াওয়ে নতুন স্মার্টওয়াচ এনেছে বাজারে। সংস্থার দাবি, এটি একবার পুরো চার্জ দিলে তা চালু থাকবে প্রায় ১০ দিন। সঙ্গে পাবেন জিপিএস সুবিধা।
হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ ও ওয়াচ ফিট ৪ প্রো। অসংখ্য নতুন ফিচারে ঠাঁসা এই স্মার্টওয়াচটি। স্মার্টওয়াচে ১.৮২ ইঞ্চির অ্যামোলেড আয়তাকার ডিসপ্লে রয়েছে। যার রেজোলিউশন ৪৮০ x ৪০৮ পিক্সেল। এগুলো যথাক্রমে ২,০০০ নিটস এবং ৩,০০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা স্তর সমর্থন করে।
স্মার্টওয়াচের কেসটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, প্রো বিকল্পটিতে টাইটানিয়াম অ্যালয় বেজেল রয়েছে। প্রতিটি ঘড়িতে একটি ঘূর্ণায়মান মুকুট এবং একটি সাইড বোতাম রয়েছে।
হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ সিরিজে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং দেওয়া হয়। প্রো ভেরিয়েন্টটিতে অতিরিক্ত IP6X ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং দেওয়া হয়েছে। লাইনআপে হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল (Spo2) এবং স্লিপ মনিটরের মতো স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকার রয়েছে। প্রো মডেলটিতে একটি ইসিজি সেন্সরও রয়েছে।
নিয়মিত জিপিএস ট্র্যাকিংয়ের পাশাপাশি, তারা ওয়াটার স্পোর্টস রুট ট্র্যাকিংও অফার করে। ব্লুটুথ কলিং সমর্থন করবে ঘড়িটি। ব্যবহারকারীদের ঘড়ি আপনার ফোনের মিউজিক এবং ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেন। আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের সঙ্গেই কানেক্ট করা যাবে স্মার্টওয়াচটি।
হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ কালো, ধূসর, বেগুনি এবং সাদা স্ট্র্যাপ রঙে এবং প্রো মডেলটি নীল, কালো (ফ্লুরোইলাস্টোমার) এবং সবুজ (নাইলন) স্ট্র্যাপ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ভারতে হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ এর দাম ১২ হাজার ৯৯৯ রুপি এবং প্রো ভ্যারিয়েন্টের দাম ২০ হাজার ৯৯৯ রুপি।

সূত্র: গ্যাজেট ৩৬০