সার্বভৌমত্ব রক্ষায় অভ্যন্তরীণ জাতীয় ঐক্য জরুরি

জোনায়েদ সাকি
ডেস্ক রিপোর্ট
  ০১ জুলাই ২০২৫, ২০:১৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যদি আমরা মনে করি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার চ্যালেঞ্জ আমাদের আছে, তাহলে অভ্যন্তরীণ জাতীয় ঐক্য রক্ষা করা, জনগণকে ঐক্যবদ্ধ রাখা খুব জরুরি।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তিগুলো যখন বিশৃঙ্খলায় লিপ্ত থাকে, পরস্পর দ্বন্দ্বে লিপ্ত থাকে তখন তারা বহিঃশত্রুর কাছে পদানত হতে বাধ্য। তার কাছে আশ্রয় নিতে বাধ্য। শেখ হাসিনার শাসন আমাদের কাছে একেবারেই নিকটতম জলজ্যান্ত উদাহরণ।
তিনি বলেন, গদি রক্ষার জন্যে আওয়ামী লীগ বহিঃশত্রুর কাছে মাথা নত করেছে। তারা দেশ বিক্রিতেও প্রস্তুত ছিল এবং সেটাই তারা সবসময় করেছে। যদি আমরা মনে করি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার চ্যালেঞ্জ আমাদের আছে তাহলে অভ্যন্তরীণভাবে জাতীয় ঐক্য রক্ষা করা, জনগণকে ঐক্যবদ্ধ রাখা খুব জরুরি।
ঐক্যবদ্ধ থাকার প্রয়েজনীয়তা তুলে ধরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, জনগণের ঐক্যবদ্ধতা রক্ষা করা, জাতীয় ঐক্য মানে সব দল এক হয়ে যাওয়া নয়। এর মানে হচ্ছে জনগণের বিরোধ রক্ষা করা। এমন গণতান্ত্রিক ব্যবস্থা করা, যেখানে কেবল নির্বাচন থাকে না ভোটের অধিকার থাকে।
এর আগে বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শহীদদের জন্যে দোয়া ও মুনাজাত করা হয়। পরে জুলাই-আগস্টে ও গত ১৭ বছরে নিহত ও গুম হওয়াদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের পর জুলাই আন্দোলনের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরবর্তী সময়ে গুম হওয়া পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।