জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে রাজপথে অনড় থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩ আগস্ট ঢাকায় ছাত্র-শ্রমিক-জনতা নিয়ে পদযাত্রার মাধ্যমে রাজধানীর রাজপথ দখলের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এসব কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আবু সাঈদ বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল— সেই সাহস আমাদের পথ দেখিয়েছে। আমরা সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠে নামবো।”
সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’-র আনুষ্ঠানিক সূচনা করে এনসিপি নেতাকর্মীরা।
আন্দোলনের লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, “২০২৩ সালের জুলাই আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং গণতান্ত্রিক সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে হয়েছিল। আমরা চাই জনগণের অংশগ্রহণে গণপরিষদ নির্বাচন হোক এবং তার মাধ্যমে রচিত হোক একটি নতুন সংবিধান। যতদিন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হবে, ততদিন এনসিপি রাজপথে থাকবে।”
তিনি আরও বলেন, “আবু সাঈদের রক্ত ও আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা। এই কবরের পবিত্র মাটি আমাদের সাহস জোগায়। এখান থেকেই দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছাবে আমাদের ‘জুলাই সনদ’। আমরা মানুষের কণ্ঠে কণ্ঠে পৌঁছে দেব নতুন বাংলাদেশের প্রত্যাশা।”
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা মৌলিক সংস্কার, গণহত্যার বিচার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে চাই। আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা শপথ করছি— এই সংগ্রাম চলবে যতদিন না সেই বাংলাদেশ বাস্তবায়িত হয়।”
শ্রদ্ধা নিবেদনের পর এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের পরিবার— মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেনের সঙ্গে দেখা করেন। এ সময় আবেগঘন পরিবেশে মনোয়ারা বেগম আহ্বায়ক নাহিদ ইসলামকে আশীর্বাদ করেন এবং আবু সাঈদের আদর্শ ধরে রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ।