নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তার বিরুদ্ধে চলমান এববিআই তদন্ত মোকাবেলা ও আইনি লড়াইয়ে তহবিল সংগ্রহ করছেন। নির্বাচনকালীন সংগৃহীত তহবিল নিয়ে একটি অনিয়মের জের ধরেই মেয়রের ওপর ওই তদন্ত চালাচ্ছে এফবিআই।
এরই মধ্যে মেয়রে মোবাইলফোন ও অপর একটি ইলেক্টনিক ডিভাইসে পরীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থাটি। এদিকে বিষয়টিতে মোকদ্দমা লড়তে মেয়র এরিক অ্যাডামস তার প্রস্তুতি নিচ্ছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এ জন্য তিনি প্রায় অর্ধ মিলিয়ন ডলার তহবিল তৈরিতে কাজ করছেন। সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, মধ্য ডিসেম্বরের মধ্যে ৫০০,০০০ ডলার তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়র এরিক অ্যাডামস।
এ লক্ষ্যে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে, এবং সেখানে শিগগিরই ডোনেশন নেওয়া শুরু হবে, বলেছেন অ্যাডামসের ক্যাম্পেই অ্যাটর্নি ভিটো পিটা। তিনি বলেন, আমরা নগরবাসীর জোর সমর্থনই প্রত্যাশা করছি। এই তহবিলে ওঠা অর্থ দিয়েই মেয়র তার আইনি লড়াই চালাবেন। অ্যাটর্নিদের অর্থ পরিশোধ করা হবে।
সাধারণ ক্যাম্পেইন তহবিল থেকে অর্থ ব্যয়ের সুযোগ না থাকায় নতুন এই ডোনেশন সংগ্রহের উদ্যোগ নিতে হয়েছে মেয়রকে। যার মাধ্যমে তিনি যে কোনো অনুদানপ্রদানকারীর কাছ থেকে সর্বোচ্চ ৫০০০ ডলার পর্যন্ত অর্থ নিতে পারবেন।
এর আগের মেয়র বিল ডি ব্লাজিও এমন একটি তহবিল গঠনের উদ্যোগ থেকে ৩০০,০০০ ডলার তুলতে সক্ষম হয়েছিলেন। সেবারও একটি সম্ভাব্য ক্যাম্পেইন অর্থায়নে অনিয়মের অভিযোগ তদন্ত চলছিলো। তবে তাতে মেয়রের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।