প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংঘাত বৃদ্ধি চান না বলে আবারও রিপোর্টারদের জানান হোয়াইট হাউসের মুখপাত্র।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে প্রাণঘাতী হামলার জেরে সংঘাতে থাকা ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত যোগাযোগ করছে বলে শুক্রবার জানিয়েছে হোয়াইট হাউস।
অ্যামেরিকার সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও নিরবচ্ছিন্ন যোগাযোগ করছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট।
রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংঘাত বৃদ্ধি চান না বলে আবারও রিপোর্টারদের জানান হোয়াইট হাউসের মুখপাত্র।
এদিকে ভারতশাসিত কাশ্মীর ও প্রতিবেশী পাঞ্জাব রাজ্যে শিখদের পবিত্র এলাকা অমৃতসরে শুক্রবার রাতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
এমন বাস্তবতায় ভারতের সেনাবাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের একাধিক ড্রোন ভূপাতিত করেছে।
চিরশত্রু হিসেবে পরিচিত ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় লড়াই শুরু হয় বুধবার।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়া হিসেবে ওই দিন শুরুর সময়ে পাকিস্তানের বেশ কিছু অবস্থানে প্রাণঘাতী হামলা চালায় ভারত। জবাবে ভারতের ওপরও হামলা চালায় পাকিস্তান।
সীমান্তবর্তী দুই দেশের মধ্যকার উত্তেজনা থামেনি এখনও, যা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।