নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩-২৬ মে

ডেস্ক রিপোর্ট
  ০৯ মে ২০২৫, ২৩:৩৭

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আয়োজনের প্রস্তুতি চলছে। এই মেলা অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত জ্যামাইকার পারফর্মিং আর্ট সেন্টারে। চার দিনব্যাপী এই মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা- যত বই তত প্রাণ’। এবারের মেলাটি ৩৪তম বইমেলা। ২৩ ও ২৪ মে মেলা শুরু হবে বিকেল চারটায়, চলবে রাত ১১টা পর্যন্ত। ২৫ ও ২৬ মে মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ১১টা পর্যন্ত। মেলায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র প্রবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েক লেখক, প্রকাশক ও সংস্কৃতি অনুরাগী মেলায় আসবেন। বাংলাদেশ থেকেও আসবেন লেখক, প্রকাশক, সংস্কৃতি অনুরাগী ও বইপ্রেমী মানুষেরা।
মেলায় আসার জন্য ও সকলের অংশগ্রহণে মেলাটি সফলভাবে করার জন্য ইতিমধ্যে মেলার আহ্বায়ক রোকেয়া হায়দার সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষায় সবচেয়ে বড় বইমেলা নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। অন্যান্যবারের মতো এবারও উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা সংস্থার সুনির্বাচিত বইয়ের সমাহার ঘটবে। শিরোনাম ও বৈচিত্র্যে এবারের মেলায় বইয়ের পরিমাণ বেশি হবে বলে মনে হচ্ছে। প্রাঙ্গণমঞ্চ ও মিলনায়তন মিলিয়ে বইমেলার ঐতিহ্য অনুষ্ঠানে বই সম্পর্কিত নানা আকর্ষণীয় আয়োজনের প্রাচুর্য তো থাকবেই।
আয়োজকেরা আশা করছেন, লেখক, সংস্কৃতি অনুরাগীসহ সবার অংশগ্রহণে বইমেলাটি সমৃদ্ধ ও সার্থক হবে। মেলার আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন ইনক। প্রিন্সিপাল পার্টনার রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।