পেনসিলভেনিয়ার উত্তরপূর্বের সাসকেহান্না কাউন্টিতে প্রতিবেশী এক নারীকে হত্যার পর দুজন পুলিশ সদস্যের ওপর গুলি চালিয়েছেন বন্দুকধারী ব্যক্তি।
এবিসি নিউজ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী ৬১ বছর বয়সী কারমাইন ফেনো পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
পেনসিলভেনিয়া স্টেট পুলিশের কর্নেল ক্রিস্টোফার প্যারিস এক বিবৃতিতে জানান, ‘গত বৃহস্পতিবার ফোনকলের মাধ্যমে তারা জানতে পারেন থম্পসন টাউনশিপের স্টেট রুট ওয়ান সেভেন ওয়ানে -এ এক ব্যক্তি তার ৫৭ বছর বয়সী বান্ধবী লরি ওয়াসকোকে বাড়ির সামনে গুলি করে হত্যা করেছেন।
প্যারিস আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী দূর থেকে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে জোসেফ পেরেচিনস্কি ও উইলিয়াম জেনকিন্স নামে দুজন কর্মকর্তা আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
পুলিশের কর্নেল বলেন, সন্দেহভাজন বন্দুকধারী ৬১ বছর বয়সী কারমাইন ফেনো ভুক্তভোগী লরি ওয়াসকোর বাড়ির বিপরীত দিকে কয়েকশ গজ দূরে বাস করতেন।
এক সংবাদ সম্মেলনে প্যারিস বলেন, এ ঘটনা সাসকেহান্না কাউন্টি এবং পেনসিলভানিয়া স্টেট পুলিশের জন্য একটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক দিন ছিল।’
পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানান, ঘটনাস্থলে অন্যদের সাহায্য করতে এগিয়ে যাওয়ার সময় একজন ইএমএস কর্মীও আহত হন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।
প্যারিস জানান, ঘটনার উদ্দেশ্য তদন্তাধীন এবং পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বিস্তারিত তথ্য খতিয়ে দেখছে। গুলি চালানোর ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ।