সাক্ষ্য দিতে ক্লিনটন দম্পতিকে সমন

ডেস্ক রিপোর্ট
  ০৬ আগস্ট ২০২৫, ১৪:৩৬

অর্থায়নকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টিনের বিষয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক সেক্রেটারি অব স্টেইট হিলারি ক্লিনটনের পাশাপাশি জাস্টিস ডিপার্টমেন্টের প্রাক্তন কয়েকজন শীর্ষ কর্মকর্তার প্রতি মঙ্গলবার সমন জারি করেছে বিষয়টি তদন্তকারী হাউসের কমিটি।
এনবিসি নিউজ জানায়, হাউস ওভারসাইট কমিটি এ বিষয়ে ঘোষণা দিয়েছে।
এতে বলা হয়, প্রয়াত এপস্টিনের ভয়াবহ অপরাধের বিষয়ে জবানবন্দির জন্য সমন জারি করা হয়েছে ক্লিনটন দম্পতি, সাবেক অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ, এরিক হোল্ডার, উইলিয়াম বার, মেরিক গারল্যান্ড, জেফ সেশনস ও আলবার্টো গঞ্জালেসের প্রতি। একই সমন পেয়েছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমি ও রবার্ট মুলার।
এপস্টিন সংক্রান্ত নথিপত্রের জন্য জাস্টিস ডিপার্টমেন্টের কাছেও সমন পাঠিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান আইনপ্রণেতা জেমস কোমার।
যৌন শোষণের উদ্দেশ্যে মানব পাচারের অভিযোগে বিচারের প্রতীক্ষার মধ্যে কারাগারের সেলে ২০১৯ সালে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টিনকে।
সমনে আগামী ১৯ আগস্ট বা তার আগে এপস্টিন সংক্রান্ত ‘পূর্ণ ও অসংশোধিত নথিপত্র’ হাউস কমিটির কাছে হস্তান্তর করতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত মাসে এক ঘোষণার ফলে মারাত্মক সমালোচনায় পড়ে জাস্টিস ডিপার্টমেন্ট।
ওই ঘোষণায় ডিপার্টমেন্টটির পক্ষ থেকে বলা হয়, এপস্টিনের মামলাটি পর্যালোচনার ভিত্তিতে নতুন করে কাউকে অভিযুক্ত করার কথা ভাবা হচ্ছে না। এ সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করা হবে না।