নিউ জার্সিতে ভূমিকম্প: কাঁপল নিউ ইয়র্কও

ডেস্ক রিপোর্ট
  ০৬ আগস্ট ২০২৫, ১৪:৩০

ছোট মাত্রার একটি ভূমিকম্পে মঙ্গলবার বিকেলে কেঁপেছে নিউ ইয়র্ক সিটি এলাকা।
আইউইটনেস নিউজ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকসংখ্যক মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।
ইউএসজিএস নিউ জার্সির হিলসডেইলের কাছে দুই দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কথা জানায়, যেটি অনুভূত হয় নিউ ইয়র্ক সিটির উত্তরপশ্চিমে। উৎপত্তিস্থলে এর গভীরতা ৭ মাইল।
ওই মাত্রার ভূমিকম্পে কোনো প্রভাব পড়ার কথা নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভূমিকম্পের মাত্রা তিন বা তার কম হলে একে খুব বিপজ্জনক বা ক্ষতিকর হিসেবে বিবেচনা করে না ইউএসজিএস।
নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানায়, সংস্থাটি ভূমিকম্পের প্রভাব পর্যবেক্ষণের পাশাপাশি সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এর আগে শনিবার রাতে নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটি এলাকায় ছোট মাত্রার একটি ভূমিকম্প হয়। তিন মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে নিউ জার্সির উপকণ্ঠ হ্যাসব্রুক হাইটসে।
তারও আগে ২০২৪ সালের এপ্রিলে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে উত্তর নিউ জার্সিতে। সে ভূমিকম্পের পর কমপক্ষে ১০টি ছোট ছোট কম্পন অনুভূত হয়।