২৮ অক্টোবরের সহিংসতা

পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৩, ১৫:৪৬
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, আমরা (যুক্তরাষ্ট্র) তার নিন্দা জানাই। আমরা কর্তৃপক্ষকে সেদিনের সমাবেশের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে উৎসাহিত করি।’  
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
মিলার বলেন, ‘একজন পুলিশ অফিসার, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা, একটি হাসপাতাল ও বাসে আগুন দেওয়ার খবর যেমন অগ্রহণযোগ্য, তেমনি সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর আক্রমণও অগ্রহণযোগ্য।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল ও সরকারের বলে মন্তব্য করেন মিলার।