ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে সামনে রেখে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিতে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার (৬ মে) প্রকাশিত দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে।
দেশটির বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির সামগ্রিক বাণিজ্য ঘাটতি ১৪ শতাংশ বেড়ে ১৪০ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১৯৯২ সালের পর থেকে এটি এক মাসের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি। যা ফেব্রুয়ারিতে সংশোধিত ১২৩ দশমিক ২ বিলিয়ন ডলারের ব্যবধান থেকে ১৭ দশমিক ৩ বিলিয়ন ডলার বেশি।
মূলত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ট্রাম্পের শুল্ক আরোপকে সামনে রেখে আমদানি বাড়িয়েছেন উল্লেখযোগ্য হারে।
হোয়াইট হাউজ কয়েক ডজন বাণিজ্য অংশীদারের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে এবং তারপর জুলাই পর্যন্ত তা স্থগিত করেছে।
মার্চ মাসে বাণিজ্য ঘাটতি ডাও জোন্স নিউজওয়্যারস এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারা পরিচালিত অর্থনীতিবিদদের জরিপের ১৩৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের গড় অনুমানের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্র মার্চ মাসে ৪১৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। রপ্তানি করে ২৭৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য।
সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে ভোগ্যপণ্যের আমদানিতে, যা মার্চ মাসে ২২ দশমিক ৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।