নিখোঁজ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের এক ভাতিজা। তামিম হোসেন নামের এই ভাতিজার নিখোঁজ হওয়ার সংবাদে রুবেলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
রুবেলের বড় ভাই সাগর হোসেনের ছেলে তামিম। সে ইসলামিয়া ক্যাডেট মাদরাসার ছাত্র। গতকাল সন্ধ্যা থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তামিমের খোঁজ পেতে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম।
পোস্টে তিনি নিম্নোক্ত লেখাটা লেখেন,
নিখোঁজ সংবাদ
নাম: তামিম হোসেন (বয়স ১৪)
জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের আপন বড় ভাইয়ের ছেলে সন্ধ্যা ৬টায় বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
যদি কোন সহৃদয় ব্যক্তি খোজ বা তথ্য পান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
পিতা : সাগর হোসেন +৮৮০১৯৬০০৭০৪১৩