তার কোচিংয়ে সন্তুষ্ট নন বিসিবি কর্মকর্তারা। আন্দ্রে অ্যাডামসকে তাই আর রাখতে চাইছে না বিসিবি। এমন খবর শোনা যাচ্ছে সেই বিপিএলের পর থেকেই। কিউই আন্দ্রে অ্যাডামসের পরিবর্তে পেস বোলিং কোচ খোঁজা হচ্ছিল। পাকিস্তানের উমর গুল এবং অস্ট্রেলিয়ার শন টেইটের যে কেউ হতে পারেন টাইগারদের পরবর্তী ফাস্ট বোলিং কোচ।
এমন খবরও চাওর হয়েছে কয়েক মাস ধরে; কিন্তু একটা পর্যায়ে এসে বিষয়টা থমকে ছিল। আর হ্যাঁ, না কিছুই শোনা যাচ্ছিল না; কিন্তু হঠাৎ করে বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ ইস্যুটা আবার সরব হয়েছে। গত দু’দিন শেরে বাংলায় পেস বোলিং কোচ নিয়োগ নিয়ে আবার আলোচনা, পর্যালোচনা।
এদিকে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আজ রোববার দুপুরের পর হোম অব ক্রিকেটে জাতীয় দলের প্র্যাকটিস কভার করতে আসা সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে মোটামুটি ‘না’ করে দেয়া হয়েছে। এখন নতুন ফাস্ট বোলিং কোচ নিয়োগের পালা।
তবে সেই ফাস্ট বোলিং কোচ কে? তা নিয়ে কোন কথা বলেননি রাবিদ ইমাম। এর আগে যদিও উমর গুলের নামই বেশি শোনা যাচ্ছিল, তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এখনকার খবর, অষ্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইটের বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হওয়ার সম্ভাবনাই বেশি।
বিসিবির উচ্চ পর্যায়ের কোন দায়িত্বশীল কর্মকর্তা যদিও এখনো শন টেইটের নাম মুখে আনেননি। তবে বোর্ডের বিভিন্ন দায়িত্বশীল সূত্রই নিশ্চিত করেছে, শন টেইটের সাথে বোর্ডের কথা-বার্তা একরকম চূড়ান্ত। এ সাবেক অসি ফাস্ট বোলারই হচ্ছেন তাসকিন, মোস্তাফিজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরিফুলদের আগামী দিনের কোচ।
এটা সত্য যে, ক্রিকেট অপারেশন্সের শীর্ষ কর্মকর্তাদের সাথে পাকিস্তানের উমর গুল আর শন টেইট দু’জনেরই কথা হয় এবং তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্বলিত প্রেজেন্টেশন জমা দেন। তবে বোর্ডের কাছে শন টেইটের লক্ষ্য, পরিকল্পনা ও কোচিং মেথড সম্বলিত প্রেজেন্টেশনই বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে।
এছাড়া একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, নতুন পেস বোলিং কোচ নিয়োগে হেড কোচ ফিল সিমন্সের মতামতও গুরুত্ব পেয়েছে বেশ। তারই ফলশ্রুতিতে শন টেইটের বাংলাদেশের পরবর্তী পেস বোলিং কোচ হওয়া মোটামুটি নিশ্চিত। হয়ত এ অস্ট্রেলিয়ানকে অচীরেই দায়িত্ব নিতে দেখা যাবে।
তবে একটি সূত্রের দাবি, আরব আমিরাতের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নতুন পেস বোলিং কোচের দেখা মিলবে না। এই সিরিজে বাংলাদেশ পেস বোলিং কোচ ছাড়াই খেলবে। তবে তার পরপরই হয়ত শন টেইট দায়িত্ব নেবেন।