কাশ্মীর নিয়ে গরম ভারত-পাকিস্তান। একটা যুদ্ধাংদেহী অবস্থা বিরাজ করছে দুই দেশে। ভাবটা এমন, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। যার আঁচ পড়ছে বাংলাদেশেও। ভারতীয় গণমাধ্যম নানাভাবে নেতিবাচক ও বানোয়াট সংবাদ প্রচার করছে বাংলাদেশকে নিয়ে। ফলে শীতল ভা দেখা দিয়েছে এই দুই দেশের সম্পর্কেও।
এই পরিস্থিতিতে আগামী আগস্টে ভারত কি বাংলাদেশে ক্রিকেট সিরিজ খেলতে আসবে? সিরিজ নিয়ে সংশয় প্রকাশ করেছে ভারতীয় অনেক গণমাধ্যম। ভারতের বাংলাদেশ সফর বাতিল হতে পারে বা উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত বাংলাদেশে খেলতে নাও যেতে পারে, এমন সংবাদ প্রকাশিত হয়েছে।
ঘটনা কতটা সত্য? সত্যিই বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারত? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কি এমন কোনো আভাস দিয়েছে বিসিবিকে? তা জানতে রাজ্যের কৌতুহল বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের।
আজ শনিবার বিকেলে সে কৌতুহলের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গণমাধ্যমের সাথে আলাপে ফারুক জানান, তিনি নিজেও ভারতীয় প্রচার মাধ্যমের বিভিন্ন খবর দেখেছেন। তবে বিসিসিআই তাকে বা বিসিবিকে কোনোরকম নেতিবাচক কিছু জানায়নি।
বিসিবি প্রধান বলেন, ‘এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে আমাদের কাছে সিরিজ নিয়ে তেমন কিছু জানানো হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর দেখেছি। তবে ভারত পুরো সফর কনফার্ম করেছে, সূচিও তৈরি হয়ে গেছে। পরিস্থিতি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই মুহূর্তে সফরটি তালিকাভুক্ত আছে, আমি কোনোভাবেই শুনিনি যে এটি হবে না। আমি আইসিসির সভায় দুইবার গিয়েছি। প্রথমবার বিসিসিআইয়ের সেক্রেটারি ছিলেন জয় শাহ। তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, অনুরোধও করেছি। পরেরবার তিনি যখন আইসিসি চেয়ারম্যান হয়েছেন, তখনও তার সঙ্গে আলোচনা করেছি। তিনি ভারতীয় হিসেবে বিসিসিআইতে প্রভাবশালী। নতুন সেক্রেটারি দেবজিৎ সইকিয়ার সঙ্গেও কথা বলেছি, অনুরোধ জানিয়েছি। আমার মনে হয়, সেখান থেকেই আমরা একটি সূচিও পেয়েছি।’
বিসিবি প্রেসিডেন্টের শেষ কথা, ‘এখনও মনে করি, এই সিরিজটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। বাকিটা সময়ই বলবে।’