চুল ঝলমলে করতে কার্যকরী ফল কলা

লাইফস্টাইল ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৫, ২৩:১১

চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা, মসৃণভাব ও ঘনত্ব আনতে কলা খুবই গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শ্যাম্পু, কন্ডিশনার, স্পা করার পরেও যখন কোনোকিছুতে চুলের ঝলমলে ভাব ফেরাতে কাজ করে না তখন কলাই হতে পারে অন্যতম বিকল্প সমাধান।

আসুন জেনে নেওয়া যাক কলা দিয়ে হেয়ার প্যাক কীভাবে বানাবেন-
১. কলা ও টকদইয়ের মিশ্রণ
চুলের যত্নে কলা এবং টকদই দারুণ জুটি। চুলকে মসৃণ ও নরম করতে কলা এবং টকদই ব্যবহার করতে পারেন। একটি বাটিতে দুটি পাকা কলা, পরিমাণমতো টকদই নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন।
২. কলা ও মধুর জাদুকারী প্যাক
চুলের সমস্যা দূর করতে কলার সঙ্গে মধুর ব্যবহারে সুন্দর হবে চুল। মাথার ত্বকের শুষ্কতা দূর করতে এটি বেশ ভালো কাজ করে। এই হেয়ার প্যাক বানাতে ১ টি পাকা কলা মিহি করে চটকে নিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে ১০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালোভাবে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে কয়েক দিনেই নিজেই চুলের পরিবর্তন বুঝতে পারবেন।
৩. কলা ও অ্যালোভেরার যুগলবন্দী
ত্বকের মতো চুলের যত্নেও অ্যালোভেরা খুব উপকারী। তাই কলার সঙ্গে অ্যালোভেরা ব্যবহার করে প্যাক বানিয়ে নিতে পারেন। ১ টি পাকা কলা চটকে নিয়ে তাতে ২ চা চামচ তাজা অ্যালোভেরার নির্যাস মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাকটি নিয়মিত ব্যবহারে চুলে আসবে আলাদা চমক।

সূত্র: হেলথ লাইন, বি বিউটিফুল ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া