পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের পর ঘোষণা দিয়েছেন, দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে কোনো আপস হবে না।
আজ রোববার এই তথ্য জানিয়েছে সামা টিভি।
তিনি জানিয়েছেন, যেকোনো প্ররোচনামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান দৃঢ় অবস্থান নেবে।
শাহবাজ সেনাবাহিনীর প্রশংসা করেছেন, যারা আফগান সীমান্তের নিকটবর্তী এলাকায় সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে কার্যকর অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে শহীদ হওয়া ২৩ জন সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব ও ত্যাগের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী সবসময় বহিরাগত আগ্রাসনের জবাব দিয়েছে এবং দেশ তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ।
তিনি উল্লেখ করেছেন, পাকিস্তান বারবার আফগানিস্তানকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’- ও ‘ফিতনা আল-হিন্দুস্তানের’- সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি এবং কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়েছে।
শাহবাজের মতে, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানের কিছু অংশ থেকে সমর্থন পাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেছেন, আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে ব্যবহার না হওয়ার বিষয়টি নিশ্চিত করবে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ১১ ও ১২ অক্টোবরের রাতের মধ্যে আফগান তালেবান এবং ভারত সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সদস্যরা সীমান্তে অপ্ররোচিত হামলা চালায়।
পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে ২১টি আফগান অবস্থান অস্থায়ীভাবে দখল করা হয় এবং সন্ত্রাসী পরিকল্পনা কেন্দ্রগুলো অকার্যকর করা হয়। সংঘর্ষে ২৩ জন সেনা শহীদ হয়েছেন এবং ২৯ জন আহত হয়েছেন। পাল্টা অভিযানে ২০০-এর বেশি সন্ত্রাসী নির্মূল করা হয়েছে।
মুখপাত্র আরও বলেছেন, পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমকে কোনোভাবেই সহ্য করবে না এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের প্রতিরক্ষা পদক্ষেপ অব্যাহত রাখবে।