জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলেন মোদি

দায়িত্বে প্রাক্তন ‘র’ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
  ০১ মে ২০২৫, ১৯:৪২

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লি 'কূটনৈতিক স্ট্রাইক' ঘোষণা করেছে। এই আবহে ৭ বছর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে নরেন্দ্র মোদির সরকার। আর পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান অলোক জোশীকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পরিষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকেরা রয়েছেন। তাদের মধ্যে তিন জন সামরিক ব্যাকগ্রাউন্ডের, দু'জন আইপিএস অফিসার এবং একজন প্রাক্তন কূটনীতিক আছেন।
জানা গেছে, সামরিক বাহিনী থেকে প্রাক্তন সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল একে সিং, প্রাক্তন ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা এবং নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্নাকে নিয়োগ করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত দুই আইপিএস অফিসার রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং রয়েছেন পরিষদে। পাশাপাশি অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার বি ভেঙ্কটেশ ভার্মাকেও নিয়োগ করেছে মোদি সরকার।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার নিজের বাসভবনে মোদি সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ আমলাদের সঙ্গে জরুরি বৈঠকে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে ঘোষণা দেন। এরপরেই বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক হয়। এর মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
মোদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বাধীন 'জাতীয় নিরাপত্তা পরিষদ' সুরক্ষা সংক্রান্ত মূল পদক্ষেপের দায়িত্বে রয়েছে। ১৯৯৮ সালের ডিসেম্বরে প্রথম গঠিত হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড। এই বোর্ডের কাজ হল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর উপর নজর রাখা। পাশাপাশি দীর্ঘমেয়াদী বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া। শেষবার বোর্ড গঠন হয় ২০১৮ সালে। সেবার রাশিয়ায় প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত পিএস রাঘবনকে উপদেষ্টা পরিষদের প্রধান করা হয়।