সামরিক মহড়ায় অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ মে ২০২৫, ২২:৫৫

ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। এই মহড়ায় দেশটি অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি যুদ্ধকালীন প্রস্তুতিও প্রদর্শন করছে। নিরাপত্তা সূত্রের বরত দিয়ে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ শুক্রবার (২ মে) এ তথ্য জানিয়েছে।
পূর্ণ সক্ষমতায় চালানো এই মহড়ায় হালকা ও ভারী দুই ধরনের অস্ত্রেরই ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক, আর্টিলারি ও পদাতিক ইউনিট।
নিরাপত্তা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এই মহড়ার প্রাথমিক উদ্দেশ্য হলো পাকিস্তান সেনাবাহিনীর যে কোনো সম্ভাব্য আগ্রাসনের উপযুক্ত এবং চূড়ান্ত জবাব দেওয়ার ক্ষমতা নিশ্চিত করা, যাতে তারা দেশের সীমান্ত রক্ষা করতে পারে।
নিরাপত্তা সূত্রগুলোত আরও নিশ্চিত করেছে যে পাকিস্তান সেনাবাহিনী যে কোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপ মোকাবিলা করতে ও দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করলেও, এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে, পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
অন্যদিকে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন জানিয়েছেন, বিজয় হোক বা সংকট- সব পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে আছে ও থাকবে।
বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাওয়াদ রানার বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেন ঝাও শিরেন।

সূত্র: জিও নিউজ