স্টারলিংক

প্রতি কানেকশনে সরকার পাবে ১ ডলার

প্রযুক্তি ডেস্ক
  ২০ মে ২০২৫, ২৩:০৮

স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক আনুষ্ঠানিকভাবে আজ (মঙ্গলবার) থেকে যাত্রা শুরু করেছে।এ প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ সরকারের ভ্যাট এবং ট্যাক্স কম্প্লায়েন্স থাকার জন্য প্রতিটি কানেকশনে প্রতিমাসে ১ ডলার করে ভাড়া দিতে হবে। তাছাড়া যেহেতু প্রতিটি কানেক্টেড ডিভাইসের উপরে ট্যাক্স এবং ভ্যাট আদায় করা হবে সেজন্য ডিভাইসগুলোর বিপরীতে সরকারের কাছ থেকে তাদের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)নিতে হবে।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব এসব কথা বলেন।
তিনি বলেন, যেহেতু সব কার্যক্রম ডিজিটাল ডিভাইস সিস্টেমে চলবে তাই কর ও ভ্যাট ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
তিনি আরও জানান, স্টার লিংক ব্যবসা পরিচালনার জন্য দুটি ক্যাটাগরিতে এককালীন ৩০ হাজার ডলার জমা দেবে। এর মধ্যে আইইউটি ক্যাটাগরিতে ১০ হাজার ডলার ও গরমেট ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে ২০ হাজার ডলার।
সমপরিমাণ অর্থ প্রতি বছর তাদের পরিশোধ করতে হবে।
ব্রিফিংয়ে তিনি জানান, স্টারলিংক শুরুতে দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে। রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০ টাকা। সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।
যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোনো ধরনের নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এর প্রয়োজন হয় না। সে কারণে এ নেটওয়ার্ক কীভাবে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে সে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ গ্রহণ করা হয়।