ইচ্ছামতো আকার দেওয়া যাবে এই ব্যাটারির

প্রযুক্তি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৫, ২২:০১

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি একেকটি একেক আকারের হয়ে থাকে। তবে এখন এমন এক ধরনের বিশেষ ব্যাটারি বিজ্ঞানীরা তৈরি করেছেন যা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিজেই আকার দিয়ে নিতে পারবেন।
সম্প্রতি সুইডেনের বিজ্ঞানীরা কঠিনের পরিবর্তে ফ্লেক্সিবল বা নমনীয় ব্যাটারি তৈরি করেছেন। সবচেয়ে অবাক করার বিষয় এর গঠন কিছুটা টুথপেস্টের মতো। বিজ্ঞানীদের মতে, এই ব্যাটারি ভবিষ্যতে পরিধানযোগ্য ডিভাইস, মেডিক্যাল ডিভাইস, রোবোটিক্সের জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
এখন পর্যন্ত নমনীয় ব্যাটারি তৈরি করার অনেক প্রচেষ্টা করা হয়েছে যাতে রাবার বা স্লাইডিং জয়েন্টগুলোর মতো ছড়িয়ে যাওয়ার মতো উপাদান ব্যবহার করা হয়েছিল। কিন্তু যখন এই ব্যাটারির ক্ষমতা বাড়ানোর জন্য আরও অ্যাক্টিভ উপাদান যোগ করা হয়, তখন তারা পুরু ও শক্ত হয়ে যায়, যা তাদের নমনীয়তা কমে যায়।
সুইডেনের লিঙ্কোপিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। পরিবাহী প্লাস্টিক ও লিগনিন থেকে তারা এই নতুন ব্যাটারি তৈরি করেছে। লিগনিন একটি টেকসই উপাদান যা কাগজ তৈরির প্রক্রিয়ার পর অবশিষ্ট থাকে। বিজ্ঞানীদের মতে, এই ব্যাটারির বিশেষত্ব হল-এর ক্ষমতা শক্ত বা নমনীয় হওয়ার উপর নির্ভর করে না। তিনি বলেন, ‘এর টেক্সচার টুথপেস্টের মতো এবং এটিকে থ্রিডি প্রিন্টারের সাহায্যে যে কোনো আকারে ঢালাই করা যায়। এতে প্রযুক্তির নতুন রূপ দেওয়া সম্ভব।’
এখন পর্যন্ত তৈরি অনেক ফ্লেক্সিবল ব্যাটারি পাওয়া গেলেও তা পরিবেশগতভাবে ক্ষতিকারক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে। কিন্তু এই ব্যাটারিতে ব্যবহৃত পলিমার এবং লিগনিনের মতো উপকরণ সস্তা ও প্রচুর পরিমাণে পাওয়া যায়। একই সঙ্গে বিজ্ঞানীদের মতে, এই ব্যাটারিটি ৫০০ বারের বেশি চার্জ ও ডিসচার্জ হওয়ার পরেও কাজ করতে পারে। শুধু তাই নয়, দ্বিগুণ দৈর্ঘ্যে প্রসারিত হওয়ার পরেও এটি সমানভাবে কার্যকর থাকে।
এই ব্যাটারিটি এখনও শিল্প ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত নয় কারণ এটি মাত্র ১ ভোল্ট বিদ্যুৎ সঞ্চয় করতে পারে, যা একটি সাধারণ গাড়ির ব্যাটারির ক্ষমতার এক-অষ্টমাংশ। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এর নমনীয়তা গুণমান ভবিষ্যতে জিঙ্ক বা ম্যাঙ্গানিজের সঙ্গে একত্রিত করে চমৎকার ব্যাটারি তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। যা কাজ আসবে অনেক কিছুতে।

সূত্র: এনডিটিভি