সময়কে কখনো ধরে রাখা যায় না। কিন্তু প্রতিক্ষণে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ইতিহাসের পাতায় বন্দি করে রাখা যায়। ইতিহাসই আমাদের ভবিষ্যৎ নির্ধারণের পথ দেখায়। ইতিহাস থেকে যথাযথ শিক্ষা নিতে পারলেই পরিবার, সমাজ ও রাষ্ট্র আলোর মুখ দেখতে পায়।
শুক্রবার (১ আগস্ট) একনজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৭৩ - ব্রিটিশ পার্লামেন্ট উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে ‘রেগুলেটিং অ্যাক্ট’ আইন বিধিবদ্ধ করে।
১৭৭৪ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪ - স্যার জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪ - ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
১৮৬১ - দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
১৮৯৪ - প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।
১৯১৪ - জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্ব যুদ্ধ শুরু।
১৯৬০ - আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ - বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৬৭ - পূর্ব জেরুজালেমকে গ্রহণ করে নেয়।
১৯৭১ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
১৯৭৫ - ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা ও আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।
জন্ম:
১৮৮১ - বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়।
১৮৯৫ - বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য।
১৯৩২ - ভারতের জনপ্রিয় চিত্রনায়িকা মিনা কুমারী।
১৯৩৮ - বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার নাজমুল হক।
১৯৪২ - বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক।
মৃত্যু:
১৮৪৬ - প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
১৯৭৭ - কৌতুকাভিনেতা জহর রায়।
১৯৮২ - সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী।
১৯৮৭ - বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী।
১৯৯৯ - অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী।
২০০৫ - সৌদি আরবের বাদশাহ ফাহাদ।
২০১৪ - সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।