ব্রঙ্কসে বাউলিয়ানা গানের আসর, মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা

ডেস্ক রিপোর্ট
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৭


নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর বাউলিয়ানা লোকসংগীতের আসর। গত ৭ ডিসেম্বর স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে সম্মিলিত বন্ধু সমাজ ব্রঙ্কস-এর উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে নেচে-গেয়ে মুগ্ধ হন প্রবাসী বাংলাদেশিরা।
আহ্বায়ক ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার বেহালা পরিবেশনায় জাতীয় সংগীত দিয়ে। পরে স্ট্রালিন বাংলাবাজারের ব্যবসায়ী ও এবিএম মাল্টিমিডিয়ার সিইও জামাল আহমদ মূল অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মূল আকর্ষণ ছিলেন বাউল কালা মিয়া, যিনি ‘থাকিনা যেন ভুলিয়া’সহ জনপ্রিয় গান পরিবেশন করেন। তাঁর সঙ্গে ঢোলকে সঙ্গ দেন বিখ্যাত শিল্পী মো. সফিক। পাশাপাশি আসমা জাহান, বাউল ফকরুল, বাবলা, শাকিলা রুনা, ইমন, তানভীর শাহীনসহ শিল্পীরা হাসান রাজা, আব্দুল করিম ও রাধারমনের লোকগীতি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। কবিতা আবৃত্তি করেন পল্লব সরকার, আর দর্শকদের করতালিতে মঞ্চে উঠে শুভেচ্ছা জানান অভিনেতা লিটু আনাম।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানটি ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকদের অনুরোধে কালা মিয়া নিজের লেখা ‘অকারণে তুলশীর মূলে জল ঢালিলাম’ গান দিয়ে আসরের সমাপ্তি করেন। শেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। বক্তারা বলেন, বাউল ও লোকসংগীত বাঙালির আত্মার সঙ্গে জড়িত—এ ঐতিহ্য বাঁচিয়ে রাখা সবার দায়িত্ব।