
যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের প্রথম সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের (২০২৬-২০২৭) জন্য গঠিত দ্বি-বার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আরিফ বিন আনোয়ার এবং শামিম মিয়া সাধারণ সম্পাদক ও মোহাম্মদ শাহজাহান কোষাধ্যক্ষ মনোনীত হয়ছেন। গত ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ কিং কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র সভাপতি মোহাম্মদ ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শরীফ শিকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা খন্দকার আশেক শামিম ও ফরহাদ তালুকদার, প্রতিষ্ঠাতা আহ্বয়ক মীর মাহবুবুর রহমান বাবু, সাবেক সভাপতি মোজাম্মেল হক, খন্দকার বদরুজ্জামান পিকলু, আক্তারুজজামান হ্যাপি ও মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মাদ শাজাহান, শাহিনুর রহমান শাহিন, আরিফ বিন আনোয়ার, আতিকুর রহমান আনিস, সুলতান বোখারী, সৈয়দ নাজমুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, শামিম মিয়া প্রমুখ। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন খন্দকার আশেক শামিম, ফরহাদ তালুকদার, মীর মাহবুবুর রহমান বাবু, সুলতান বোখারী, ফরিদ খান ও শাহিনুর রহমান।
সভার সিদ্ধান্ত মোতাবেক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের উপদেষ্টা ও সাবেক কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। সভায় টাঙ্গাইলের কৃতি সন্তান চিত্র নায়ক অমিত হাসান সহ অর্ধশতাধিক টাঙ্গাইলবাসী উপস্থিত ছিলেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। নিউইয়র্ক (ইউএনএ)